Saturday, 4 June 2016

মেট্রোতে আর আত্মহত্যা করা যাবে না!

মেট্রোয় আত্মহত্যা। অফিস টাইমে দুর্ভোগের একশেষ। তবে  ইস্ট-ওয়েস্ট মেট্রোয় বন্ধ হচ্ছে এমন ভোগান্তি। এব্যাপারে বিশেষ উদ্যোগ নিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। প্ল্যাটফর্মে বসছে টানা কাচের দেওয়াল। সেই দেওয়ালের নির্দিষ্ট জায়গায় থাকবে দরজা। ট্রেন এলে খুলে যাবে সব দরজা। ওঠা-নামা করতে পারবেন যাত্রীরা। এরপর ট্রেন চলে গেলে বন্ধ হয়ে যাবে দরজা। এখানেই শেষ নয়।


একগুচ্ছ আধুনিক সুযোগ-সুবিধা থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রোয়। টানেলে এবং প্রতি স্টেশনে থাকবে মোবাইল নেটওয়ার্ক। গোটা ট্রেনটি হবে স্বয়ংক্রিয়। অর্থাত্‍ চালককে ট্রেনের গতি বাড়াতে বা কমাতে হবে না। টানেলের ভিতর কোথাও ট্রেন আটকে গেলে যাত্রীরা হাঁটার নির্দিষ্ট রাস্তা ধরে বেরিয়ে আসতে পারবেন। টানেলের মধ্যে বিভিন্ন জায়গায় থাকবে ইভ্যাকুয়েশন শ্যাফট। অর্থাত্‍ মাথার ওপরে একটি অংশ খুলে মই বেয়ে উঠে বেরিয়ে আসতে পারবেন যাত্রীরা।
একগুচ্ছ আধুনিক সুযোগ-সুবিধা থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রোয়। জানালেন কেএমআরসিএলের এমডি সতীশ কুমার। দত্তাবাদে জমি সমস্যায় প্রকল্পের কাজ মাঝপথে আটকে গেলেও এই মুহূর্তে দ্রুতগতিতে এগোচ্ছে মেট্রোর কাজ। প্রথম পর্যায়ের যাত্রাপথ তৈরির কাজ শেষ।
এসবের সাহায্যে আরও স্মার্ট পরিষেবা দিতে তৈরি কলকাতা মেট্রো।

Courtesy - 24 Ghanta

No comments:

Post a Comment