Tuesday, 5 February 2019

বিনা পয়সায় না গান গাওয়ার জন্য সরকার ব্যান করেছিল কিশোর কুমার কে

    বিনা পয়সায় না গান গাওয়ার জন্য      
    সরকার ব্যান করেছিল কিশোর কুমার কে  
       





একমাত্র গায়ক যাকে শেষ করার জন্য তাঁর ই দেশের নেতা ও পলিটিকাল পার্টি উঠে পরে লেগেছিল।।একমাত্র গায়ক যার সরকারের থেকে কোনো সম্মান পায়নি।।আয়কর দপ্তর তাঁর পেছনে পরে যায়।।রেডিও তে তাঁর গান বন্ধ করে দেওয়া হয়, তাঁকে কোন সিনেমার গান না গাইতে দেওয়ার জন্য ছবির পরিচালক থেকে শুরু করে সঙ্গিত পরিচালক এবং মিউসিকাল কোম্পানি সবাই কে বলা হয় কিশোর কুমারকে নিলে সেই সিনেমা ও তার গান ব্যান করে দেওয়া হবে।।তা কি ছিল কিশোর কুমার এর অপরাধ ??তখনকার একটি বিশেষ পলিটিকাল পার্টির নেত্রীর ছোট ছেলে তাঁকে বলে বিনা পয়সায় তাদের পার্টির অনুষ্ঠানে তাঁকে গান গাইতে হবে!!!কিশোর কুমার বলে ছিল আমি বিনা পয়সায় গান গাইব না।।এই ছিল তাঁর অপরাধ।।এর জন্য তাঁকে এত হেনস্থা এত অপমান সহ্য করতে হয়।।কিশোর কুমার এদেশে জন্মে ভুল করেছে।।নাহলে এত বড় একটা প্রতিভাকে এরম লাঞ্ছনা সহ্য করতে হয় না।।আজ পর্যন্ত এত সরকার এসছে কিন্তু কিশোর কুমার এর প্রাপ্য সম্মান সে পায়নি।।কারুর সমর্থন সে পায়নি যে তাঁর জন্য লরাই করবে।।ভগবান ছাড়া এটা সম্ভব হয় না।।লড়াই করে দেখিয়ে দিয়েছিল যে হ্যাঁ আমি কিশোর কুমার।।এমন কোন গায়ক দেখিয়ে দিন কেউ যে এখনকার পিক্‌ ফর্মে থাকা কোন হিরোকে বলবে যে আমি তোমার জন্য গান গাইব না ,কিশোর কুমার এর সেই ক্ষমতা ছিল তাই পিক্‌ ফর্মে থাকা আমিতাভ , জিতেন্দ্র , আর মিঠুন এর জন্য নিজের কণ্ঠ আর দেবেন না বলেছিলন।। বেঁচে থাকতে তাঁর স্ত্রী লিনা চান্দভারকার কে বলেছিলেন আমি যখন থাকবনা তখন দেখো লোকে কেমন খুঁজছে আমায়!!আমার কণ্ঠের ঝলক কারুর গলায় পেলে তাঁকে নিয়ে লোকে পাগল হয়ে যাবে কিন্তু আমায় পাবে না।। ঠিক তাই কিশোর কুমার এর মৃত্যুর পর এল কুমার সানু , যার কন্ঠে কিশোর কুমার এর একটু ঝলক পেয়ে তাঁকে নিয়ে কত নাচানাচি।।বিশ্বে এরম কোন গায়ক কেউ দেখাক যার কণ্ঠের জন্য সুপারস্টার বা মেঘাস্টার এর জন্ম হয়েছে ??হলে ও কজন ??কিশোর কুমার এর কন্ঠে রাজেশ খান্না রোম্যান্টিক হিরো, অমিতাভ এর জন্য সেই ভারি আওয়াজ (যাকে হিন্দিতে বলে SHER KI AWAZ),দেবআনান্দ, জিতেন্দ্র,বিনোদ খান্না , মিথুন চক্র বর্তী, রিশি কাপুর , শশী কাপুর , ধরমেন্দ্র ( ধরমেন্দ্র র লিপে কিশোর কুমার এর গান অন্য গায়ক দের থেকে ও বেশি হিট), সুনিল দত্ত , সঞ্জয় দত্ত , সানি দেওয়াল আর কত স্টার এর জন্ম দিয়েছে ...।এই রেকর্ড আর কারুর নেই।।আজকাল কার প্রজন্ম কিশোর কুমার এর ই গান শুনছে ...।যত গান রিমিক্স হছছে তার মধ্যে ৯০ % কিশোর কুমারের।।এত কিছুর পরেও আমাদের দেশের সরকার এর ঘুম ভাংবেনা... সত্যি কথা বলতে কিশোর কুমার এর কোন সরকারি সম্মান লাগেনা।।কারন যত দিন গানের জগত আছে তত দিন কিশোর কুমার এর নাম সবার থেকে অপরে থাকবে... ১ থেকে ১০০০০০০ পর্যন্ত রয়েছে শুধু কিশোর কুমার।।তার পর বাকিরা।।
শুধু গান নয় কিশোর কুমার অভিনেতা ও ছিলেন , ছবি পরিচালক ও ছিলেন , সঙ্গীত পরিচালক ও ছিলেন , গানের কথা ও লিখতেন ......।বলুন তো এই প্রতিভা আর কোথায় আছে ?? নেই আর হবেও না.........

3 comments: