Thursday 12 May 2016

নির্ধারিত সময়ের আগেই ধেয়ে আসছে বর্ষা!


ক্রমশ গরমে পুড়ছে দেশ। বেশ কিছু জায়গায় ইতিমধ্যে দেখা দিয়েছে খরা। বৃষ্টির জন্যে হাপিত্যেস করে বসে গোটা দেশবাসী। এরই মধ্যে কিছুটা হলেও স্বস্তির বার্তা দিল বেসরকারি একটি আবহাওয়া সংস্থা। তাঁদের পূর্বাভাস নির্ধারিত সময়ের আগেই কেরলে ঢুকবে বর্ষা। গত কয়েকদিন আগে  দিল্লির মৌসমভবন জানিয়েছিল, জুনের প্রথম সপ্তাহেই কেরলে ঢুকবে বর্ষা। কিন্তু বেসরকারি ওই সংস্থাটি জানাচ্ছে, বর্ষা আসার অবস্থা ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। আগামী ১৮ থেকে ২০ মে’য়ের মধ্যে আন্দামান-নিকোবোরের আকাশ ঘিরবে বর্ষার মেঘে। ধীরে ধীরে সেই মেঘ পৌঁছবে কেরল উপকূলে। আবহাওয়াবীদদের অনুমান, চলতি মাসের ২৮ থেকে ৩০ তারিখের মধ্যেই কেরল উপকূলে ঢুকে পড়বে বর্ষা। আর কেরলে ঢোকার প্রায় সপ্তাহ-খানেকের মধ্যেই বঙ্গে ফুলদমে বর্ষা চলে আসবে বলেই মনে করা হচ্ছে। ফলে এখন বৃষ্টিতে ভেজার জন্যে তৈরি থাকুন…।

No comments:

Post a Comment